তুমি বলেছিলে
আমি ছুঁয়ে দিলেই তুমি বুনো হাঁস
পালকে বিলি কেটে ঘরে ফিরবে বন্য বাতাস
তারপর বালুচরের গন্ধমাখা রাত


তুমি বলেছিলে
আমি ছুঁয়ে দিলেই তুমি উতলা ঢেউ-
জোছনার গন্ধ মেখে পানসি নাও- রূপালি দোল


তুমি বলেছিলে
আমি ছুঁয়ে দিলেই তুমি প্রাণিত সবুজ
বৃক্ষের দেহ জুড়ে ঘুরে বেড়ানো ইচ্ছেলতা
দিনশেষে একই আঁধার- একই রঙের বাঁধন


তুমি বলেছিলে
আমি ছুঁয়ে দিলেই তুমি আদুরে মেঘ
জলজ বিদ্যুতে আকাশ-পাতাল ভালোবাসা
রাতশেষে শিশিরের শব্দ- সোহাগি দিন...


শুনেছি-
এখন তুমি আর বুনোহাঁস নও
ভোরের শিশির জমে রয় চোখের কোণে-


শুনেছি-
এখন তোমাকে ছুঁয়ে যায় না ঢেউ
কোন রাত আর চায় না তোমায়


এখন তুমি যে কোন একজন-
এখন তুমি যে কোন কেউ
এখন তুমি শুধু
এক ছোঁয়াচে অতীত!