যেদিন সবুজ মাটি লাল রঙে কেঁদে উঠলো
যেদিন মায়ের আঁচল হলো ছিন্ন-ভিন্ন শত
যেদিন বাবার চোখে লাশ হলো শিশুর হাসি
যেদিন বোনের হাসি কান্না হলো অঝোর
যেদিন ভাইয়ের বুক ঢাল হলো নষ্ট বুলেটের
যেদিন কষ্টে কষ্টে পাতা ঝরাল গাছ
যেদিন নদীর পানি ন্যুব্জ হলো লাশের ভারে...


সেদিন দামাল ছেলেরা মেতে উঠল মরণ খেলায়


সেদিন জন্ম হলো তোমার
সেদিন থেকে তুমি বাংলাদেশ