সাদা-কালো, রঙিন আর বহুমুখী পথগুলো
      পাথুরে পথগুলো
      অগোছালো আলগা পথগুলো
কোথায় শেষ হয়েছে কবে
হিসেব রাখিনি তার।


শুধু জানি- যে পথটুকু শেষ হলে পাব অন্য পথ
পথশেষে সে পথের যাত্রী আমি


এ পথও দেখি সহজ নয়
      সরল নয়
বোধের সীমানায় অজানা ভয়-
তবে কি একই অচেনা পথ পায়ের নিচে
তবে কি একই আঁধারে ঠিকানা আমার
তবে কি
একই চক্রে ঘুরে ঘুরে
বৃত্ত করেছি শেষ!