নদীর জলে ফুটে আছে অযুত তারা
আধখানা চাঁদ হাজার টুকরা হয়ে
আছড়ে পড়েছে জলের বুকে


নিরামিশ আলোয় মিশে গেছে তোমার ঘ্রাণ
জেগে উঠেছে ভরা কটাল


সাঁঝের নায়ে দুজন অস্তিত্ব হারাতে হারাতে
কখন যে জ্যোৎস্নায় মিশে গেছি!


আমিষের ঘ্রাণে
আধখানা চাঁদ
জল ছেড়ে উঠে গেছে আজ
আলোর পূর্ণতা নিয়ে!