বিকেলের মেঘ থেকে ফিরে আসা
মায়া-রঙের আলোয়
ভিজে ভিজে তুমি নদী হলে।


নদীর ঢেউয়ে ঢেউয়ে
আছড়ে পড়লে রাতের ভয়-
তুমি আমার কাঁধে পেলে
বিশ্বাসের ঠিকানা।


ও নদী,
ঢেউ শেষ হলে
অথবা নৌকা ভিড়লে পাড়ে
তুমি ছেড়ে যাবে না তো!


ছেঁটে দেবে না তো
বিশ্বাসের শেকড়ে বেড়ে ওঠা
ভালোবাসার ডাল-পালা!


ডাল-পাতার ফাঁকে ফাঁকে
অসংখ্য পাখির বাস-
তারা প্রতি রাতে গান শোনায়
ঘুম ভাঙায় ভোরে গানের আলোয়!