দিব্যি একটা রাত কেটে গেল
তুমি রাতের কাছে এলে না।
রাতের গন্ধ নিলে না গায়ে মেখে


অথচ দ্যাখো, রাত তপ্ত দিনের কতটা প্রহর
কতগুলো ঘণ্টা, মিনিট পার করে
সূর্যকে বিদায় দিয়ে
ঘুম পাড়িয়ে তাকে পৃথিবীর ওপাশে
তবে এলো।


অথচ তুমি ঘরের কোণে
মোমের আলোয়
দুহাতে ঠেলে দূরে সরালে রাত


রাত তোমাকে কতটা ভালোবাসতে পারে
তুমি তা জানলেই না!