যখন বয়সের পাতারা গায়ের সবুজ গন্ধ মুছে ফেলে
বিলীন হতে শুরু করলো রঙিন কুঁড়িতে
আমার চোখ তখন বহু বহু রঙের এক অরক্ষিত আধার


যেদিকে তাকাই রঙ
যেখানে তাকাই শুধু রঙ
উপরে তাকাই রঙ
নিচে রঙ
সামনে আর পিছনে কেবল রঙের উদ্যাপন
কল্পনায় রঙ,বাস্তবেও


তখন কেবল দেহের স্পর্শ ভাষা শিখতে শুরু করেছে
তখন দেহের আনাচে কানাচে নবীন চারার হাতছানি
তখন প্রেমে পড়াটাই মুখ্য,প্রেমিকা নয়
তখন যে কেউ প্রেমিকা
যে কোন রমণী ঘোমটা খোলা বউ।


এখন দেয়ালে দেয়ালে হরেক রঙ
রঙিন পর্দা ছুঁয়ে থাকে মেঝের রঙ
ওয়ালম্যাট, পোস্টার, রঙিন ছবি
এখানে সেখানে


তবু ধূসর চোখে রঙহীন সব…