হেঁটে যায় পা
মানুষ দেখি না
ছায়ারা ফিস ফিস করে শুধু
কোন কায়া দেখি না।


পথ হেঁটে যায়  
পথিক দেখি না।
বাসে ট্রামে ঘরে ফেরে পথ
পথিক ফেরে না ঘরে-
প্রতিদিন কড়া নাড়ে ভিন্ন মানুষ
মানুষের বেশে।


সন্ধ্যা ফিরে আসে
ফিরে আসে রাত, রাতের আঁধার-
সকাল ফিরে গেলে
দুপুরটা থমকে দাঁড়ায় অবেলায়।
সময় ফেরে না আর
যন্ত্রের নিয়মে সে বন্দী
যান্ত্রিক জীবনে।