বিশাল এই জমি, রইল খালি,
ঘিরলো তাকে কেবল বালি।
খরায় খরায় ফাটল মাঠি,
মানবজমিন হলো না খাঁটি।
হিংসা জড়ালো একরে একরে,
ফসলহীন থাকল জমি ভূপেনের অভিশাপে।
জমির পত্রস্বরূপ নিউরনগুলো হলো নিস্তেজ,
পুড়ল তার শিকড় সকল, ঘিরলো অবচেতনার আবেশ।
হে ভূপেন, করি প্রার্থনা, দাও এবার বৃষ্টি,
করতে চাই আবার নব নব সৃষ্টি।
কতবার ক্ষত-বিক্ষত হয়ে দিয়েছি তোমায় কর, তাই দাও এবার দৃষ্টি,
তোমার স্পর্শে ফসলময় হয়ে হোক এই জমির তুষ্টি।