পাতার মর্মর শব্দে ভেসে আসে প্রকৃতির গান,
সেই গানের সুরে মিশে থাকে ফুলের আহ্বান।
মধু সংগ্রহে উড়ে চলে শত মৌমাছির ঝাঁক,
নিশুতি কোনো রাতে শোনা যায় রাতজাগা পাখির ডাক।
তমসাচ্ছন্ন ঘরে ছড়িয়ে পড়ে চাঁদের কৃত্রিম নিবু আলো,
সে আলোয় হয় কোনো এক বালকের লেখা কবিতার ছন্দগুলো এলোমেলো।
কাঠফাটা রোদে পথশিশুটি হাঁটে স্থির পায়ে করে দুঃখকে আলিঙ্গন,
দুঃখের মাঝে সুখের ছোঁয়া দেই তাকে নতুন স্বপ্নের আলাপণ।
বিস্তীর্ন নদীতে কোনো এক মাঝি আপনমনে দাঁড় বায়,
কুলে গড়া ঘরে বসে থাকে তার প্রিয়জনেরা তার অপেক্ষায়।
পাহাড়ের বুকে দাঁড়িয়ে কোনো এক বালক করে কিছু ফুলের দুঃখ মুছার পণ,
এভাবেই চলে মায়াময় পৃথিবীতে কিছু কথোপকথন।