অপরাহ্নের হলদে লাল আভায় কেটে যায় জরা,
তমসাচ্ছন্ন পশ্চিম আকাশের এক কোণে দেখা দেয় শুকতারা।
সেই সন্ধ্যার মুক্ত আকাশে উড়ে বাঁদুরের দল,
চলন্ত মেঘের আড়াল থেকে শশী দেখাই তার মুখ।
অন্ধকারের রাত মিট মিট আলোয় আলোকিত হয় জোনাকির ছোঁয়ায়,
নির্মল বাতাসের মর্মর শব্দ বয়ে যায় পাতায় পাতায়।
সেই রাতে ছুঁটে কত পথিক, ছুঁই দিক-দিগন্ত,
প্রকৃতির বুকে শোনা যায় কিছু মানুষের সুখ এবং কিছু মানুষের দুঃখের গল্প।
প্রতিটি রাতে পৃথিবী মস্তিষ্কে জড়ো হয় কত স্মৃতি, কত হাসি, কত কান্না,
নতুন ভোরের আলাপণে জানাই আমরা নতুন একটি দিন এবং রাতকে অভ্যর্থনা।