তোমার স্বপ্নে দেখি আমি আমার স্বপ্ন নিত্য,
তুমিই আমার সমস্ত জীবনের ইতিবৃত্ত।
তোমার ললাটের মাধুর্যে হই আমি পরাস্ত,
তুমিই হয়েছ আমার আকাশের সূর্যোদয় ও সূর্যাস্ত।
তোমার মাঝেই খুঁজে পাই আমি আমার কবিতা,
তুমিই আমার মনের গাছে আঁকড়ে থাকা সবুজ সবুজ পাতা।
তোমার কোমল চাহনিতে দূর হয় আমার সব ব্যথা,
তুমিই আমার কলমের কালির কথা।
তোমার হাসির গভীরে লুকিয়ে আছে আমার গল্প,
তুমিই আমার নতুন অভ্যুদয়ের লগ্ন।
তোমার সীমান্তেই তো শেষ হয়েছে আমার কিনারা-কুল,
তুমিই আমার ভালোবাসা, নিষ্পাপ ফুল।