হতে চাইছে এই মন পরাজিত,
মস্তিষ্ক আমার নিত্য যাতনায় নত।
জীবনের গোলকধাঁধায় দুঃখগুলো জাগ্রত,
চেতনা সব হচ্ছে তাই নিহত।
স্বপ্নগুলো হতে চাইছে আজ ভগ্ন,
শেষ হতে চাইছে আমার অস্তিত্ব।
অসীম এই ভূলোকে আমি আজ অতিক্ষুদ্র,
জ্ঞানের পাঠাগারে আজ আমি অনিয়মিত।
তবুও প্রতিজ্ঞার বশে লড়াই করে যাচ্ছি অবিরত,
যন্ত্রনার অনলের স্পর্শেও হচ্ছি না ভীত।
অন্তরের শক্তিকে করতে চাইছি আবার জীবিত,
প্রতিজ্ঞা অপূরণের ভর বুকে নিয়ে, হওয়া যাবে না পরাজিত।