একটু একটু করে শেষ হচ্ছে অস্তিত্ব,
তবু মন আঁকছে নতুন পথের বৃত্ত।
একটু একটু করে হারাচ্ছে সব কল্পনা,
তবু মন সইতে রাজী এই যন্ত্রনা।
প্রত্যেকটি রাতে আসছে দুঃস্বপ্ন,
তবু মন দেখতে চাইছে নতুন কোনো স্বপ্ন।
প্রতিনিয়ত হচ্ছে শুভ বুদ্ধির ধ্বংস,
তবু মন হতে চাইছে না খারাপের নেশায় আসক্ত।
প্রতিদিন হচ্ছে কবি মন নীরবে বিধ্বস্ত,
তবু মন খুঁজে নিতে চাইছে নতুন ছন্দ।
হয়তো একদিন শেষ হয়ে যাবে সব আশা,সব স্বপ্ন,
তবু মন লিখে যাবে নতুন আশার গল্প।