ট্রাক ড্রাইভারের ছেলে তুই, পারবো না তোর সাথে মিশতে,
ইছ! এসেছিস আবার নোংরা জামা গায়ে দিয়ে।
নেই তোর টাকা, নেই তোর কোনো ক্লাস,
ট্রাক ড্রাইভারের ছেলে তুই, তাই হবি নিশ্চয় বড় বদমাস।
পড়িস নি কখনো তুই ব্র্যান্ডের পোশাক, ব্র্যান্ডের জুতা,
আবার নাকি হবি তুই আমার সমতুল্য, আমার সখা।
এভাবে শত অপমান করে হাঁটা ধরলো বড়লোকের ছেলে,
কিন্তু পেছন থেকে তাকে ফের ডাক দিল সেই ট্রাক ড্রাইভারের ছেলে।
বলল সে, " হয়তো তুই বড়লোক, আছে তোর অঢেল টাকা,
কিন্তু মানুষ হিসেবে তুই হয়ে উঠতে পারিস নি পাকা।
নেই তোর মধ্যে কোনো ভালোবাসা,
আছে কী তোর আদ্যেও কোনো শিক্ষা?
দেখিয়েছিস কেবল তুই টাকার গরম,
করেছিস কেবল মূর্খের মতো ঝগড়া উত্তম।
পারলে শোধ করে দেখাস আমার বাবার মতো মানুষদের পরিশ্রমের দাম,
দিয়ে দেখাস তাদেরকে উপযুক্ত সম্মান।"