এক অক্ষরের ছোট্ট শব্দ মা,
              তার অধিক তো দূর!
         তাহার সমান ত্রিভূবনে আছে কিছু যা?


থাকলে মা কারো পাশে
             ব্যথা-দুঃখ নাহি থাকে,
         স্বর্গ যেন থাকে সাথে।


সন্তানের দুঃখ হলে,
            না জানাতে ই মা জানে।
       এমন দ্বিতীয় আর কে আছে?


দেখিলে যার ‍মুখ,
           দূরে যায় সকল দুখ,
       সেই তো আমার মা।


সন্তানের অসুখ করলে,
           খাওয়া-নাওয়া ভুলে গিয়ে,
       মাথার কাছে বসে থাকে সন্তানের মুখ চেয়ে।


যেই রাখলো গর্ভে ধরে,
          তাকেই যে হেলা করে,
      তাহার জন্ম বৃথাই যাবে।


কাছে থাকলে নাহি চিনে,
          যাহার মা চলে গেছে,
      তাহার মর্ম সেই জানে।


সবিশেষ নিবেদন
          আছে যার সাথে মা
      কখনো করো না আর হেলা তার।