তুমি যে আমার শত জনমের ভালবাসার মানবী ।
নদীর মহোনায় তুমি মোহিনী ।।
কাজল কালো হরিণীর মতো তুমি যে সুনয়না ।
তাই তো তুমি আমার নীলাঞ্জনা ।।
লাল গোলাপের মতো তুমি যে রুপসী ।
তাইতো তোমায় কত ভালবাসি।।
গঙ্গার স্রোতে যে ঝলমল করে তোমার মাধুর্য ।
সেই লাবণ্যতায় হয়ে যাই আমি অনুরঁজিত ।।
ঘন কালো বারিদের মতো রেশমী অলক তোমার ।
তাই তো তুমি সুকেশী আমার ।।
পুর্ণিমার চাঁদের মতো তুমি যে মায়াময়ী ।
তাইতো তোমায় নাম দিয়েছি মহাপ্রণয়ী ।।
এই যুবরাজ শুধুই বেসে যাবে ভালো তোমাকে ।
তোমার প্রণয়ে ভরিয়ে দাও তার হ্রদয়কে ।।
সন্ধ্যাতারার মতো তুমি যে উষসী ।
তাই তো আমি তোমায় কত ভালবাসি ।।