এ নয়নদ্বয় হলো আমার দুর্বলতা ।
হে মায়া, বারবার কেনো হানা দাও মোরে?
এ কি তোমার হ্রদয়হীনতা?


আমি তো অনুভব করেছি তোমার ভালোবাসা !
তবে কেন তুমি মোরে নির্বল করে দাও?
তুমি কি জানোনা মায়া আমার হ্রদয়ের ভাষা ?


হ্রদয় বলে আমার অতি মুল্যবান তুমি ।
তবে মায়া , কেনো মোরে সুযোগ দাওনা?
স্বপ্নের তাজমহল যে  গড়তে চাই আমি ।


ভালবাসা যদি হয় দুর্বলতা।
এটা কি যায় সখি মানা?
দগ্ধ হবে মম চোখের পাতা।


মায়া, তুমি রয়েছ আমার প্রতিটি রন্ধ্রে।
তুমি তো আমার দেবদত্ত, গাণ্ডিব,পাশুপাত।
তবে কেনো তোমার লাগি ঝড়ছে রক্ত হ্রিদয়ছত্রে।


কামনা তো ভালবাসার বাণী হতে পারেনা।
হতে পারেনা প্রেমের প্রতিচ্ছবি।
কামনাকে ত্যাগ করতে মায়া, তুমি কি পারবেনা?


তুমি তো জানো আমি আছি সাধনায়
তোমার ভালোবাসা যদি ভেঙ্গে দেয় মোর ব্রহ্মচর্য!
কনোদিন হবনা সুখি, এটা জানো নিশ্চয় ।


ভালবাসার পুর্নতা যদি চাও,
তবে সকল মোহ ত্যাগ কর।
বন্ধন নয়,শুধু মুক্তির গান গাও।