আমি বার বার প্রেমে পড়ছি ।
দেখে তোমার ঐ ভুবনসুন্দর মুখমন্ডলের সুমিষ্টহাসি ।
এভাবে আবেগি হয়ে চেয়ে থেকোনা হে আয়তলোচনী ।
তোমার মাঝে অনুভবে এই পাগল; তুমি যে সেই ত্রিনয়নী।
তোমার সুরের মুর্ছনায় জগত আজ মোহিত হয়েছে ।
আমার মত হাজার প্রেমিকের অন্তর আন্দোলিত হয়েছে।
তোমার কন্ঠে যে ভর করেছে বীণাপাণি ।
তুমি যে তাই মোর প্রতিভাময়ী।
আমি প্রভাকর পূব আকাশে মেলে আলো গাই ভৈরবী।
আমার অবর্তমানে তাই তুমি মধ্যরাত্রে গাও শিবরঞ্জনী।
যে সুরের মোহনা রচনা করেছ আজ হে প্রতিভাময়ী।
আমি মুগ্ধ হয়ে তোমার নাম দিলাম সৌদামিনী ।