ভীষণ, ভীষণ ইচ্ছে করে
সময়টাকে আটকে রাখতে,
পুরোনো দিনে ফিরে যেতে।


ইচ্ছে করে শৈশবের জমে থাকা
দুষ্টুমিগুলো শেষ করতে
কৈশোরের ভাল মানুষি দূরে রেখে
দুরন্ত হতে।


ইচ্ছে করে খাঁ খাঁ করা
স্বপ্নগুলোকে পূরণ করতে,
ভবিষ্যতকে নতুন করে সাজাতে।


ইচ্ছে করে ভুলগুলো শোধরাতে,
পাওনাগুলো মেটাতে;
অদেখাকে দেখতে।


ইচ্ছে করে প্রকৃতিকে ফ্রেমবন্দী করে
শখ মেটাতে,
দুচোখ মেলে পাহাড় দেখতে;
অজানাতে হারিয়ে যেতে।


জানি,
এ সবই ভ্রম।
পারবো নাকো সময়কে ধরে রাখতে,
অতীতকে নিয়ে খেলা করতে।
পারবো নাকো ভবিষ্যতকে
নতুন করে সাজাতে।


চল তরী,
কোথায় যাবি?
নিয়ে যা আমায়,
ভাসিয়ে দিয়েছি মোরে
চেলা কাঠের ভেলায়!