সুদূর ধূসর কোণে
ভেসে ওঠে কাগজের নৌকো,
ফেনিল সলিলে
কার মুখ মুছে যায়
আঁকা হয় কার নতুন অবয়ব?
সে কী কোনো ঘাতক
না কী কোনো তন্বী রমণী?
পাতার মর্মরে
অরণ্যের অন্তরে
সুগভীর কানাকানি