বৃষ্টি থেমে যাবার পর
মন ভিজিয়ে দিয়ে
উঠেছিল রোদ্দুর,
তখনো গাছের পাতা চুঁইয়ে
বারি বিন্দু ঝরে।
নিকেতনের উঠোনে
নির্বাক দাঁড়িয়ে তুমি,
তোমার ঠোঁটের ফাঁকে জ্যোৎস্না
দুচোখের কোণে হাসনুহানা,
নরম হাওয়ায় এলোমেলো চুল-
অপরূপ।


বৃষ্টি থেমে যাবার পর
তোমার সংগে প্রথম হলো দেখা,
চোখে তোমার তৃষ্ণা ছিল
তৃষ্ণা ছিল এক সাহারা,
তখনো গাছের পাতা চুঁইয়ে
বারি বিন্দু ঝরে।
আজ কেন
সরে যাচ্ছ আলোকবর্ষ দূরে!
এখনো তো গাছের পাতা চু্ঁইয়ে
বারি বিন্দু ঝরে
বৃষ্টিথামার পরে
ওঠে সোনালি রোদ্দুর।