তোমার সংগে কথা বলতে
ইচ্ছে করে খুব
তোমার পাশে বসে থাকতে
নিশুতি নিঃঝুম
তোমার কথা সদাই মনে
দেয় যে উঁকিঝুঁকি
সামনে এলেই বুকের মধ্যে
করে আঁকিবুকি
আমার দিকে একটি বারো
তাকাও না তো ফিরে
তুমি থাকো সাহারাতে
আমি যে কাশ্মীরে
তোমার সাথে মিশে থাকতে
ইচ্ছে করে খুব
মেঘের ফাঁকে পাতার ফাঁকে
লুকিয়ে নিশ্চুপ
বাইরে যখন বৃষ্টি ঝরে
টাপুর টুপুর টুপ
শিরায় শিরায় জেগে ওঠে
বিরহের স্তুপ
তোমার ঠোঁটে পলাশ ফাগুন
প্রজাপতির কাঁপন
উদাস হাওয়ায় ভেবে ভেবে
আমার রাত্রি যাপন
তোমার সংগে হারিয়ে যেতে
ইচ্ছে করে খুব
নরম রোদের গোধুলি রং
আমি আগন্তুক।