যৌবনের আগুন,
ধনুকের ছিলার মতো তেজ ,-
নিভিয়ে কেন গেলে চলে !
নির্মম ঘাতকের মুখে
হাসি ফুটিয়ে -
কেন নি:শেষিত হলে
একাকী?
ঈশ্বর বিশ্বাসের
ভাইরাস নিয়ে যারা বাঁচে,
আমাদের চার পাশে,
তোমার হৃদয় ছুঁয়ে
কখনো দেখেনি তারা।
গরল হাওয়ায়
অজানা কুয়াশায়
মুছে দিলে জীবনের রেখা ।
ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতে ,
মহাশূন্য বুকে -
জ্বলে আগ্নয়গিরির জ্বালা ,
তোমার বিহনে
গাইবো এখন
মহা প্রলয়ের   গান।