বিদীর্ণ জীবনে, বিধ্বস্ত সমাজে
কোনো সুখবর নেই,
নেই কোনো আনন্দের বার্তা;
কেবলই বিলয়, বিনাশ এবং
ভাঙনের পদধ্বনি চারপাশে।
কোথাও স্বস্তি নেই, শুভ্রতা নেই,
সুন্দরের শঙ্খধ্বনি নেই,
নেই কোন রঙের গাঢ়তা;
কেবলই তরুণ হৃদয়ের তরল আবেগ
উচ্ছ্বলিত তার কাতর বিরহী মনের তপ্ত দীর্ঘশ্বাসে।


আবহমান কালের আবর্তনে, সমূহ/সমুদয়
আবর্জনা কবে ভষ্মিভূত হবে!
মাটির মলাটে আচ্ছাদিত এক নীল খাম উড়ে
এসে কানে জানান দিল- যখন যুগের চাকা ঘুরবে।


সত্যিই! সত্যি সেদিন মানুষেরা মাথা তুলে দাঁড়াবে?
সকল প্রাণী ধরবে কি মনুষ্য আকার!
জীবন সমূহে রঙ ধরবে কি!
শোষিত-বঞ্চিতরা পাবে শস্যের অধিকার!