অনতিবিলম্বে শুরু হয়ে যাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া
শুরু হবে ভক্ষণ, খসে পড়া এবং ধ্বংস।
শরীরের সমস্ত ভেইন জুড়ে শুরু হয়ে গেছে
সূর্যের বিস্ফোরণ, সকল গহ্বর বিদগ্ধ, দৃষ্টি স্থির কেবল
উর্ধ্বমূখী, সঙ্গী কেবল আধখাওয়া চাঁদ।
চামড়া পৃষ্ঠে দন্ডায়মান লোম গুলো দৈত্যাকার,
কেবল টগবগ করছে রক্ত, বিগলিত হয়ে যাচ্ছে সমগ্র কোষ,
আচরণ করছে ক্ষরণকারী টিস্যু সমূহের মতো।
চরম পর্যায়ের পীড়াদায়ক অবস্থা, অংশীদারিত্বের প্রকরণে
যে হিসেব অতীত থেকে বহমান, তা এখানে বীরল।
মূলতঃ ব্যাথা সমূহে অন্ততঃ কেউ ভাগ চায় না।
অনবরত চলছে বেত্রাঘাত, ক্যাকটাস নির্মীত চাবুকে,
মাঝে মধ্যে ঝিম ধরে, থেমে যায় সময়, তারপর
যেন কেউ উদ্ধত লবন মাখানোর উৎসবে।
কেউ একজনকে বলতে শুনি, "এই তো আর পাঁচেক ক্রোশ,
একটা আগুন পাহাড়, তার পাদদেশে প্রবাহিত
ফুটন্ত লৌহ নদী, ক্রোশ তিনেক ডুবসাতার, তারপর
তারপরই শ্মশান, এটাই একমাত্র বাড়ি ফেরার পথ।"
একদমই নতুন লাগছে পথটাকে, কখনো যাওয়া
হয়েছে কি? ভাবতেই কানে আসে ঘুমপারানি গান, এক
বাক্য শুনেছি তারপর আর কিছুই কানে আসেনি।
চারদিকে কেবলই স্তব্ধতা, দম বন্ধ করা স্তব্ধতা
চোখ বুজে আসতেই সবকিছু অন্ধকার,
হাতরাতে থাকি, হাঁটতে থাকি, একসময় হঠাৎই
চোখ ধাধানো এক উজ্জ্বল আলো আহ্বান জানায়,
"স্বাগতম হে নতুন, উর্ধ্বজগতে স্বাগতম
সংসারের মেকি মায়া হয়েছে অনেক, সাঙ্গ করো
স্বপ্নলোক, এখানে পরিবার বলতে কিছু নেই
গ্রহণ করো সন্যাস।"