সভ্যতার অযুত বছর কেটে গেছে,
সহস্রকাল ধরে চলছে বিবর্তন,
কোটি প্রাণের দীর্ঘশ্বাস উত্তর দেখি
বদলায়নি কিছুই, কেবলই সব সনাতন;
জীর্ণ মধ্যাহ্ন, অপরাহ্ন সব ধূসর শুভ্র,
রূপ-রস-বর্ণ-গন্ধহীন সব, গোধূলি আবেশ
ধৃষ্টতায় পূর্ণ, এখনো ঠিক আগের মতোই,
সবশেষে সবশেষ, বেঁচে নেই কোন ধ্বংসাবশেষ।
অর্থনীতি যাতাকলে, জরাগ্রস্থ যুদ্ধনীতি সব,
এখানে জীবন দান হেতু গ্রহণটাই মূখ্য
শুষ্ক সকরুণ মুখ, উদরাঞ্চলে সনাতন ক্ষুধা,
সুখহীন সব আত্মা, চোখ গুলো কেবলই রুক্ষ;
মস্তিষ্ক সমূহ বিকারগ্রস্থ, ভালোবাসা নেই কোথাও,
প্রেম সমূহ মৃতপ্রায়, মানবতা তো পদচিহ্নহীন
কোথাও স্বস্তি নেই, কেবলই অসুখ চারিধারে,
মনুষ্যত্ব গহ্বরিভূত, চির অন্ধকারে বিলীন।