সম্মুখ আরও বন্ধুর, কেবলই মুঠো ঋণ
মুঠো মুঠো অবেলা আর বিবিধ অবহেলার পাহাড়
পেছনে ভীতি প্রদর্শনকারী নিকষ কালো রাত
তীব্র দাবদাহ, শস্যহীনতার বিস্তৃত হাহাকার।


কিছু সংসার বাঁধা পড়ে গেছে চরম অভাবের পায়
আহা জীবন তুই, এবার পালাবি কোথায়!


অনাহারে দুই দিবস, উদর কৃশ, তেল চটচটে
মুখমন্ডল বিশ্রী, চোখের কোটরে সমুদ্র আঁধার
মস্তিষ্ক থেকে বক্ষ একদমই ফাঁকা প্রকোষ্ঠ
বুকের ভিতরে নদী দীর্ঘ চিৎকার।


কর্ণকুহরে কেবলই এক, পাষণ্ড শব্দ মৃত্যু সাজায়
আহা জীবন মৃত্যুটাও অনেকসময় আনন্দময় হয়।


পরমাত্মা মোর দেখো চেয়ে,
আমার মেয়ের বুকের মলাট ছিঁড়ে গেছে
দেখো চেয়ে কুঁজো হয়ে গেছে বয়স্ক শোবার ঘরটা
ঝরে গেছে চুল বৌ এর, সোনার আঙুল ও খসে পড়ছে।


শূন্যের দিকে তাকিয়ে কি ভাবছিস, কিসের এত জীর্ণতা?
এই বর্ষায়, জুটবে না কি হরিৎ চিরল বাঁশ পাতা?


আহা মুর্ছনা, কেবলই ক্ষুধা চারিধারে,
সব রাস্তা কেবলই বেঁকে গেছে দূর সমুদ্রে মিশে গেছে কিস্তি
ওহে জীবন, কারও কারও জীবন হাঁট কুড়িয়ে বেড়ায়
শুধু সময়ের সাথে কাঁধ মেলাতে পারলেই স্বস্তি।