প্রিয়তম হে, তোমার গন্তব্য কোথায়, এ শহর ছেড়ে
                     কোন শহরের গায়ে!
সম্পৃক্ত মিশ্রনেই মিশে আছি আমি প্রতিটা শহরে
                    ধুলিকণা ওড়া ছাইয়ে!
                    ‎
যেখানেই যাও, অভিযোজন ক্ষমতা হোক যত উন্নত
                    অস্বীকার যতই করেছো
যদিও এখন ব্যাপক বিরহী কেউ একজন আমি
                     তুমিও তো দিন গুনছো!
                     ‎
দিন কাটে বেশ আমার সাহিত্যের কোমল স্নেহে
                     সাথে সাপলুডো প্রতিদিন
গায়ে লাল মাটির প্রলেপ, হেঁটে কাটে একলা দুপুর
                     দুপাড়ে জমে কেবল ঋণ!
                     ‎
শুষ্ক আত্মবিলাপ তবু ভিজে যায় চৌকাঠ ক্লান্ত সেতার
                        রাগ সাধো বরাবরই
চোখ ফিরে তাঁকাও, যোগ করে ফেলো যা কিছু বিয়োগ
                ভেবে দেখো আমিটা তো তোমারি!