যদি বর্ণনা করি নিখাদ নিশিথিনী
এবং মুখ ফুটে বলে উঠি, অনেক
জীর্ণ কোন রূপকথা বা রূপক গল্প;
তারপর, পাথরের উপর সময়  
তার উপরে পাথর দিয়ে ছেঁচে, পিষে
বের করি ইতিহাস এবং অতীত;
যদি নিভৃত অসংকোচ রেখে বলি,
"জীবন সমূহের উদ্বোধন হোক এবং
তা পরিবেশিত হোক মুঠোফোনের তালে।"
অথবা তাঁকাও, স্বপ্ন দেখি শিরোনামহীন,
"গোপন আদরের জন্য রক্ষিত গোপনীয়তা,
সকল গোপন ধারাভাষ্য, দুরূহ ও বন্ধুর খাদ সমূহ,
ঢিপ ঢিপ জ্বলন্ত রক্তচুনি, এক একটি উজ্জ্বল পংক্তি
অর্থাৎ সব অদৃশ্য অনুভুতিরা অভিভূত হচ্ছে
এবং খুঁজে ফিরছে বিভূতি ঊষাপানের কথক।"
কোথায় ভাষ্যকার! আহা! সত্য তো এই_
"দৃশ্য মানেই শিরোনামহীন গোপনীয়তা।"
তবে ঘুরে ফিরুক অনুভুতিরা অনিকেত,
ভবঘুরের মত ভেসে যাক কাল থেকে কালান্তর।
নিশিথের হোক নিশ্চিত জয়, আঁধারের অভিসারে
ভবিষ্যতের দ্বারে মরে যাক সব অহংকারী ভোর।