সেই যে তাকিয়েছিলে, সহজিয়া অনুরাগে,
পাশে বসেছিলে সংকোচহীন আবেশে।
সময়টা ছিল দিবাভাগের শেষ, অর্থাৎ সন্ধ্যা ঘনাবার আগে,
মৃদু মলয়ের আনাগোনা ছিল চারপাশে।।
ভরা শরতের নিকষ শুভ্রতার ভীরে
তোমাকে খুঁজে নিয়েছিলাম এক রক্ত গোলাপ হিসেবে।
শান্ত, নিথর এবং নিস্তরঙ্গ তটিনী তীরে
ভেসেছি দুজন নতুনত্ব, বাহারি ভাষা এবং চতুরঙ্গ ভাবে।।
রিকশা থেকে রেস্তোরাঁ, হেঁটে হেঁটে বৃষ্টিতে ভেজা,
দুষ্টুমি, কথা বলা এবং হাত ধরার যোগ্যতা,
লজ্জায় অবনত লাল গালে চুমু, 'ভালোবাসি' শব্দে লজ্জা,
নৌকা ভ্রমণ সহ সবকিছুই ছিল একদম নতুন এক অভিজ্ঞতা।।
অবশেষে বিদায় কালীন মন খারাপ,
কাঁদো স্বরে, 'আমি তোমাকে ভালোবাসি'
বাড়ি ফিরেই ফোন কল, দীর্ঘক্ষণ ফোনালাপ,
কিছুদিনের সম্পৃক্ততা, তারপর সব স্মৃতি, বিষাদ রাশি রাশি।।
অপেক্ষায় অপেক্ষায় ভোর হয়, কেটে যায় বিষাদের রাত,
তবে আফসোস নেই, আমার আছে রজনীগন্ধা।
অনিঃশেষ বারি ঢালে চোখ, যেন নিরব জলপ্রপাত,
সবশেষে আকাঙ্খা একটাই, আবার আসুক সেই সন্ধ্যা।