বহু চেষ্টার পর, বহু সময়ের ব্যবধানে, বহু কষ্টে আঁকলাম
এক বহুকালদর্শী বহুভুজ,
বহু গণনা শেষে, বহু গাণিতিক সমস্যা কষে, অবশেষে আবিষ্কার
করলাম, আমি এক অবুঝ।
যা এঁকেছি, সেটা উন্মাদনা ছাড়া
আর কি!
পরখ করেই মুচকি হেসে বললাম, "আমি বরং এঁকেছি
একখানা বৃত্তের ছবি।"
বৃত্ত!
বৃত্ত মানেই গোল!
           গোলক ধাঁধা!
                    রসগোল্লা!
                          এবং শূন্যও বটে!
জীবনের রসায়ন, আর সময়ের রসিকতায়
রস কোথায়!
পদার্থ নামধারী, অপদার্থ অবয়ব মোর
শূন্য অযথায়!
সব মধ্যাহ্ন, চিরচেনা সব পথ ও মানুষ, প্রকৃতি, পরিবেশ এবং সকল মৃত শাস্ত্র_
স্থান, কাল, মারামারি, আহাজারি, ক্রন্দন, ভোগ বিলাস, এবং
বেঁচে থাকার সকল অস্ত্র_
তরবারি, রক্ত, ক্ষমতা, যুদ্ধ, বিত্ত, বৈভব, অহংকার, হিংসা এবং
অশালীন সব মন্ত্র_
অনুভূতি সকল, প্রেম, মায়া, ছায়া, আলো, আঁধারের মত আছে যত সব, মিথ্যা মেকি তন্ত্র।
ভূগোল থেকে নভোমন্ডল, এবং আছে যত গন্ডগোল
সব গোল, সব গোল_
                 বৃত্ত বৈ
                        আর কিছু নয়।
আর বৃত্ত মানেই, অন্তঃসারহীন মেকি অবয়ব মাত্র।
আর বৃত্ত মানেই, এক অশালীন অসুন্দর মৃত গাত্র।
আর বৃত্ত মানেই, ফাঁকা,গোল্লা, কিছু নাই সমৃদ্ধ পাত্র।
আর বৃত্ত, মানেই শুধু শূন্য, অসার ধাত্র।