হে আকাশ, রাতের আকাশ_
আগাগোড়া তোমার আঁধার মোড়ানো,
নিখাদ নিকষ কালো;
অনন্ত নক্ষত্র কানন তুমি এক,
আঁধার ছাপিয়ে জ্বালো পবিত্র অগ্নি,
চির পবিত্র সব আলো।


এমন বিনয়ী স্বভাবই যদি সৃষ্টির শেষ কথা হয়,
আর তার প্রচ্ছদ যদি হয় মানব হৃদয়,
তবে নাহয় হলেম নিঃসঙ্গ, এটুকুই তো ভালো;
জানো, কেউ খুব করুণ ভোরের নীলিমায়,
কেউ আছে পুড়ে যেতে চায়, ঐ অগনন জ্যোতিষ্কশিখায়,
আমিও তাদের দলে বিধায় আঁধারই চাই, নাহি আলো।


এক এক করে অগনন চোখে যখন ছেয়ে যাবে বিশ্ব,
আমি তখন রাজনীতি শুরু করব, স্লোগান আর
গানে গানে বাহবা রচিব তাদের প্রতি;
এই মাঠেই অনশন হবে, আমরণ অনশন
আর তুমি সেদিন বাধ্য হবে, হে সূর্য নামক নক্ষত্র_
তুমি হবে কি, পৃথিবীবাসী কিছু পাগলের জ্যোতি?