-
আরেকটি, আরেকটি সকাল আগে উঠতাম,
খুব আগে, যখন পাখিরা কেবল জাগে;
আমিও উঠতাম জেগে
কেবল বলতে তোমায় 'শুভ সকাল',
তোমার বলার আগে ।


আরেকটি, আরেকটি ক্লান্ত দুপুর নাহয় পার করতাম,
তোমার কথা ভেবে।


আরেকটি, আরেকটি বিকাল নাহয় কাটিয়ে দিতাম,
তোমার সাথে ঝগড়া করে।  


আরেকটি, আরেকটি রাত আমি অর্ধ ঘুমে জেগে উঠতাম,
তোমায় শুভ রাত্রি বলব বলে।


আরেকটি বার, কেবল আরেকটি বার
আমি বলবো তোমায়
'ভালবাসি' ইচ্ছে যদি হয়, তিবে হারিয়ে যাও আমায় ফেলে।


কিন্তু আরেকটি বার; মধ্য দুপুরে,
আমি তোমার কন্ঠ শুনতে চাই
কারণে-অকারণে; শত বারণে।