আমার স্বপ্নে তুমি আসো রোজ
আমার স্বপ্নে তোমায় ছুঁয়ে যায় আমার ক্লান্ত নিশ্বাস,
আমার স্বপ্নে তুমি আর আমি,
আর আজীবন পাশে থাকার আশ্বাস।


জানি তোমার স্বপ্নে আমি নিখোঁজ
আমায় নিয়ে ভাবাবর নেই তোমার অবসর,  
অথচ আমার স্বপ্নে রোজ বসে তোমার রূপের আসর।


কবির ভাষায়,
“তুমি আমার নিঃসঙ্গতার সতীন”
আসলে তুমি আমার সুখের অসুখ।


রোজ সকালে আমি হাতড়ে বেরাই তোমার হাত
আমার দিন গুলো অপেক্ষায় কাটে
কখন আসবে রাত,
কখন অসুখ গুল বদলে হবে সুখ,
কখন সত্যি তোমায় ছুঁয়ে যাবে আমার ক্লান্ত নিঃশ্বাস।