বৃষ্টিঝরা দিনের ভোরে, দেখা হলো তোমার তোরে
চক্ষু তোমার আজ ও ডাকে, মিষ্টিমুখে আদর করে
লালপারের সেই শাড়ির ভাঁজে, আঁচল যেন উঠছে ফুটে
ঢেউ খেলানো কেশ কে দেখে  আকাশ কেমন, হয় যে তুঁতে
বাল্য কালের সেই পৃথিবী, নেই যে সবার সমান মতো
পেলে তোমায় কাছে আবার, জীবন কতই মধুর হতো
সময় যেন স্তব্ধ হলো, হটাৎ যেন সন্ধ্যে এলো
ভালোবাসার, প্রীতির বাঁধন এখন শুধু বিষের হলো
ছিলে তুমি আমার রাহি, আমার সাথী, পথের মাঝে
এখন দেখি সঙ্গে হাটে, কেউ যে তোমার ছায়ার সাঁঝে
সময় কেবল বদলেগেছে, তোমার আমি একই আছে
বুঝবে যদি একটু ভাবো, মনটা তোমার কাছেই আছে
প্রাক্তনের এই টানা পোড়ানে, নতুন প্রেমের গল্প বাঁধে
তুমি এখন অন্য কারুর, আমিও কারুর মনের মাঝে