উর্ধ গগনে উড়িতেছে মনবিন্নাসী চেতনা
স্থিত চিত্তে বাধিত রব জীবন ও বনলতা
ভাসিয়াছি ভুবনে তব মোর দৃঢ় বেদনা
শব্দশক্তিতে উজারেছি মম বিনীত মাতৃবন্দনা
ভেবেছিনু তারে, কব সেই নাবলা কথা
সহিতেছি বিশ্ব, ব্রহ্মভান্ডের ঈর্ষা, ইতস্ততা
রাত্রির পর রাত্রি কাটে, মেলে পাখনার নীরবতা
কলমের তরী ভাসে, ঢেউ তোলে আত্বহীনতা
ছেড়ে বান্ধব পরিচিতি, ছেড়ে সব চাহিদা
খুজিতেছি লক্ষ্য, পরিণীতি,  প্রায়ই আকুলতা
সর্ব সাধারণে হাসির নিত্য পাত্র, নিন্দুকের প্রিয় আমি
সহ্য, শান্তি, প্রেক্ষাপটে মা ছেড়ে চলে গেছো তুমি