খবর আ্সে যুদ্ধ চলছে, খবর দেখি মরছে মানুষ
মারছে কারা? উত্তর নেই, প্রশ্ন নিয়ে উড়ছে ফানুশ;
খবরে ছবি সাগর তীরের,দুই ফুট লাশ ভাসছে জলে
সেই সাগরের ঢেউয়ের বুকে, মৃত যীশু মায়ের কোলে।
খবর সব একনজরে, নরম চিবুক ধোওয়া জলপ্রপাত
এসিড ক্ষত মন গভীরে, শরীর ছোওয়া বর্বর হাত ;
খবর ছাপে মধ্যরাতে, সন্ধ্যেরাতের চিল চিৎকার
খবর ছড়ায় ইন্টারনেটে, গরু শুয়োরের হুল হুংকার।
খবর আসে সকালবেলায়, সাথে করে নিয়ে আঁধার রাত
খাদ্য জোগানিয়া থাকে অনাহারে, খবর এখন মন কি বাত ;
খবরে দেখি কারা যেন, ধর্ম বাচাতে মানুষ মারে
কেন? কিভাবে? প্রশ্ন এলে, খবর তখন বোরখা পরে।
খবর আমি আর চাইনে, আমায় বরং মিথ্যে বলো
সাগর পারে প্রথম আলোয়, আমায় নিয়ে হাটতে চলো ;
শুধু খবর দিয়ো ফুটলে হাসি, অবচেতনে মনের কোনে
খবর দিয়ো গাইলে পাখি, গোধূলিবেলায় ফুল বাগানে।
খবর দিয়ো আবার যেদিন, কলম সব বন্ধ হবে
বুক পাজরে রক্ত মেখে, গৌরীরা সব হারিয়ে যাবে
খবর আমায় আর দিয়োনা,তুমিও সব খবর ভোলো
আমায় নিয়ে হাটতে চলো,আমায় বরং মিথ্যে বলো।