জানিনা কি ভালোবাসি,লাল মাটির দেশ নাকি তোমাকে!!
তবুও আবার ফিরে আসবো বারবার,এইটুকু কথা দিলাম।।


লাল আলতা বা সিঁদুরে তোমায় রাঙ্গাতে পারবো না কোনদিন!!
তবে তোমার হাতে দেবো একমুঠো লাল মাটি, সাম্যের কথা দিলাম।।


কোনদিন কোন গোলাপ ফুল বা অর্কিড আনবো না তোমার জন্য!!
বদলে এনে দেবো লাল পলাশ বা মহুয়ার ফুল, নিশ্চিত কথা দিলাম।।


ছুটিতে যেতে পারবো না লন্ডন প্যারিস কিংবা সিমলা রাজস্থান!!
তোমার সাথে হেটে যাবো কোপাই নদীর ধার চন্দ্রিমা রাতে,কথা দিলাম।।


ক্ষমতা নেই দেবো অট্টালিকা এসি গাড়ি কিংবা ছাদের বাড়ি!!
তোমায় দেবো টিনের চালে বৃষ্টিপাতের ছন্দ,বর্ষার কথা দিলাম।।


দিতে পারবো না আলোকসজ্জা নীলাভ হলুদ বা আধুনিক গীত!!
শুধুই দেখাবো জোনাকির তালে পাখিদের গান, কৃষ্ণ কথা দিলাম।।


সামর্থ্য থাকবেনা এনে দিতে দেশী বিদেশি ব্রান্ডেড জামা জুতো!!
তবে এনে দেবো ঘামে ভেজা হাতে গড়া গরাদের শাড়ি,শ্রমের কথা দিলাম।।


গড়িয়ে আনতে পারবোনা রত্নঘচিত কোন সোনা রুপোর অলংকার!!
বরং নিজের হাতে গেঁথে দেবো বইচি ফুলের মালা, বাঁধনের কথা দিলাম।।


ঝগড়া বিবাদ সব হবে তবে তোমার রাগ ভাঙ্গাবো না কোনদিন!!
কেবল সন্ধ্যাবেলায় তোমায় একটি কবিতা শোনাব,কাব্যের কথা দিলাম।।


মনে রাখতে পারবো না বিশেষ কোন দিন, জন্মতিথি এনিভার্সিরি!!
প্রতিদিন মোরা জন্ম দেবো নিত্য নতুন রুপকথার, সবশেষে কথা দিলাম।।