ভুল করে বা ইচ্ছে হলে তোমরা আমায় পত্র দিও
ভোরের হাওয়ায় আঁধঘুমেতে অবহেলায় খবর নিও
হয়তো তখন খবর পাতায় কিংবা শুধুই বইয়ের ছবি
আমায় নিয়ে লিখবেনা আর আধুনিক কোন সভ্য কবি।
সেদিন জানি থাকবেনা সেই মহুয়া বনে কোকিল ধ্বনি
ডিনামাইটে চূর্ন সেদিন, আমি গভীর কোন কয়লা খনি,
আমার বুকে মানুষগুলো সেদিন সবাই কর্ম বিহীন
সময় স্রোতে হারিয়ে যাবে হারায় যেমন দিন প্রতিদিন।
তবুও আজো বসন্ততে সেই দিন বদলের স্বপ্ন ফোটে
লাল পলাশের বনের ধারে রাতের পথে রানার ছোটে;
তারা অলচিকিতে খোদাই করে দুঃসাহসী কথা গুলো
সঙ্গি তাদের নিশির পেঁচা, রক্ত রাঙ্গা লালচে ধুলো।
তোমরাও আমায় ভালোবাসো,খানিকটা ওই প্রেমিক মত
ছুটির শেষে নিয়ন আলোয়, মনের কোনে বিসর্জিত ;
আমার জন্য তোমরা কভু জ্বালাওনিতো মোমবাতি কেউ
যখন বাঁধে আটকা পরে আমার বক্ষখাজে জলের ঢেউ।


আসলে তোমরা ভুলেই যাও মাঠাবুরুর চুড়ায় গ্রাম্য মেলা
আন্ডাবুরুর পথ পেড়ানো কাঠের ডিঙ্গি কলার ভেলা
ভুলে যাও সেই মায়ার সকাল নেশার মতো ঝিমড়ি ষ্টেশন
গোধুলীবেলায় ঝিঝির সাথে ধামসা-মাদল কম্বিনেশন;
ভুলে যাও সেই চৈত্র দিনে শুকনো পাতা কেমন ঝরে
রঙ বেরঙের আলপনা কত মাটির বাড়ির দেওয়াল জুড়ে
তবুও বলি সময় পেলে আমার কাছে আবার এসো
আমার পানে দৃষ্টি দিয়ে একটিবার মুচকি হেসো।