জন্মের পর মৃত্যু আছে
শেষে মিশে যাওয়া সাগর জলে
কিংবা কোথাও মাটির বুকে
রোজ শিয়রে প্রদীপ জ্বলে |
তারপর কি হারিয়ে যাবো ?
নাকি ফিরবো আবার এই আলোকে?
আরো একবার নতুন করে
আরো একবার চাইবো তোকে |
সেই দিনেতে চিনতে পাবি?
এক পলকে রইবি চেয়ে?
হয়ে হাসনুহেনা ফুলের চাদর
তোর বিছানায় রইবো শুয়ে |
তোর আখিতে কাজল হবো
শুষে নেবো সব অশ্রুকণা
রয়ে যাবো তোর বক্ষজুড়ে
স্বর্ন হবো কয়েক আনা |
তোর হাসিতে শব্দ হবো
হবো রিনিঝিনি হাতের চুড়ি
আলতা পায়ে হাটবি পথে
তখন আমি পথের নুড়ি |
জোৎস্ন্যা হবো তোর জানালায়
রইবো মেখে তোর শরীরে
জোনাকি হয়ে আঁধার রাতের
তোর ঠোটেতে তোর চিবুকে |
এই জন্ম পাহাড় সাগর
মনের বাসা মরু অরন্যে
আরেক জন্ম পাইলে সখী
রাখবো শুধু তোর জন্যে |