ভালোই ছিলেম মায়ের গর্ভে
এক সংসার নিজের মত
বাইরে এসেই দেখতে পেলুম
মুখগুলো সব অপরিচিত |
হঠাৎ করেই তীব্র আলো
লাল রক্তে নাভীর ক্ষত
যানের আওয়াজ বাতাস ধুলো
বলছে আমায় বহিরাগত |
তাই বুঝিবা কান্না এল
সবার মুখে ফুটল হাসি
অবাক আমি ভাবছে তখন
বড়োই বোকা জগৎবাসি |
তারপরেতে মায়ের কোলে
চোখ রাখিলাম মায়ের চোখে
ঠোটের কোনে হাসছে কেমন
আঁখির কোনে অশ্রু রেখে |
এই দুনিয়া বিরক্তিকর
দিন করে রাত ছদ্মবেশে
ছোট্ট আমি নিজের মতো
তাই দিলেম পাড়ি ঘুমের দেশে |