তোমাদের কোন শৈশব নেই, নেই শৈশবের অধিকার
অমলিন হাসি যতটুকু হাসো, সে তো উচ্ছিষ্ট ;
না না আমাদের সময় নেই সেদিকে তাকাবার।
তোমাদের জন্য দিয়েছিতো পুরনো বেরঙিন জামা,
যা উচ্ছিষ্ট ; আর ওই যে তোমাদের ভিক্ষে বাটি
পকেট হাতড়ে তাতেই দিয়েছি উচ্ছিষ্ট দু-এক টাকা।
তোমরা কেউ কেউ সেই জন্মকাল থেকেই উচ্ছিষ্ট
কেউ ছিলে ঝোপেঝাড়ে কেউবা নালার ধারে
এখন ঘুমাও ফুটপাথে, রাতের শহরে যা উচ্ছিষ্ট।
তোমাদের জন্য আছে নৈশভোজের বিলেতি খাবার
যা কুড়িয়ে খাও ঐ আস্তাকুড়ে সেও কিন্তু উচ্ছিষ্ট;
তোমাদের ঠিকানা নেই নাম নেই, নেই দেবার মতো পরিচয়
তোমাদের হবেনা ভোটার আধার তোমরা গণতন্ত্রে উচ্ছিষ্ট।
জানি তোমাদের মধ্যেও বারুদ আছে অবহেলায়
তোমাদের মধ্যেও আছে সত্য নাদেলা কল্পনা চাওলা
জানি তোমাদের মধ্যেই আছে আগামীর চে গুয়েভারা
যে চলবে  ‘হাওয়া আর ঢেউয়ের উল্টোদিকে'।