মানুষের দুর্বল জায়গায় আঘাত করার জন্য
বীরত্বের দরকার হয়না!দরকার হয় হৃদয়হীনতার,
আমায় সবাই আঘাত করেছে!হ্যাঁ সবাই
যে যেভাবে পেরেছে! যত ভাবে পেরেছে!
রাস্তার ধারে ফোঁটা ফুলেদের যেমন নিষ্ঠুর ছাত্রের দল..
খেলার ছলে মুচড়ে নিয়ে রাস্তায় ফেলিয়ে চলে যায়!
ঠিক তেমনই….
তাদের কোনো দুর্বল জায়গা ছিলনা তেমন না!
বা আমাকে হৃদয়বান ব্যক্তি ভাবলেও ভুল করবে,
কিন্তু,
আমি জানতাম তাদের আঘাত করলে তারা ভেঙে পড়বে!
যে সিসমহল নিজের হাতেই তৈরি করেছিলাম,তা আর ভাঙতে পারিনি।
আমার জীবনে বসন্ত আসেনি তেমনটাও না'
অসংখ্য স্বার্থের বসন্ত এই জীবন পেরিয়ে এসেছে।
কিন্তু সেই বসন্তে কখনোই পলাশ ফোটেনি!
তিলোত্তমার বুকে দাঁড়িয়ে থাকা হৃদয়হীন প্রাসাদগুলির মতো,
সেই বসন্তেরা ঐতিহাসিক ঐতিহ্যের ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে।
সেই ক্ষতবিক্ষত প্রাসাদগুলি ছাড়াও তিলোত্তমা অস্তিত্বহীন,
আবার তাদের উপস্থিতি ও তিলোত্তমার অস্তিত্ব কে বিপন্ন করে।
এ এক অনন্তের যাত্রা!এক নির্মম জীবনবোধের যুপকাষ্ঠে…
নিজেদের বিলিয়ে দেবার সংগ্রামে নেমেছি আমরা!
এই সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে…
যতদিন না মৃত্যু নামক বিষাদ অমৃত্যের সুনামি আমাদের ভাসিয়ে না দেয়।।