যখন আমি ছোটো ছিলাম বাবা আমায় গল্প বলতো,
একযে ছিলো আলাদিন আর তার ছিল এক দৈত্য,
যা কিছু তার লাগতো তা আনতো আলাদিন
সে সব নাকি তার কাছে ছিলনা খুব কঠিন।
এমন করেই দিন  গুলো তার যাচ্ছিল পেরিয়ে।
হটাৎ একদিন প্রদীপটা তার গেলো হারিয়ে।
তারপর আমি বুঝেছি সেই গল্প ছিল সত্য
আমিই ছিলাম আলাদিন আর বাবা আলাদিনের দৈত্য।


ওই ফেলে আসা ছেলেবেলা আমি এখনো মিস করি।
মনে হয় তার কাঁধে চড়ে যেন আবার পৃথিবী ঘুড়ি।
দিনের বেলায় উধাও হয়ে বাবা রাতে বাড়ি ফিরতো,
টিফিনে খেতে দেওয়া মিষ্টিটা এসে আমার হাতে দিতো।
এমন করেই দিন গুলো আমার যাচ্ছিলো পেরিয়ে,
হটাৎ একদিন বাবা আমার গেলো হারিয়ে।
তারপর আমি বুঝেছি সেই গল্প ছিল সত্য !
আমিই ছিলাম আলাদিন আর বাবা আলাদিনের দৈত্য।।


কোনোদিন তাকাইনি বাবা আমি তোমার চোখের দিকে।
তুমিও যদি বলতে বাবা আমায় একবার মুখ ফুটে।
বাবা যদি তোমায় কোনোদিন আমি একটু ফিরে পেতাম
জড়িয়ে ধরে বলতাম তোমায় আমি কতটা ভালোবাসতাম।
এমন করেই দিনগুলো আমার যাচ্ছিলো পেরিয়ে
বাবা তোমায় ছোয়ার আগেই তুমি গেলে হারিয়ে।
তারপর আমি বুঝেছি সেই গল্প ছিল সত্য
আমিই ছিলাম আলাদিন আর বাবা আলাদিনের দৈত্য।