আগন্তুক মহাশয়, দারুন নামডাক গণিতে দারুন পাকর,
বললেন হাত তুলে বড়ো যদি হতে চাস বইটা আকড়ে ধর
সেই থেকে বই পড়া,ঠিক যেন আধমরা ঘোরাবই ভাগ্যের চাকা,
ইন্টারভিউয়ে তারা চাইল পঁচিশ লাখ,আমার হাতে একুশ টাকা।


কতশত আশাবুকে হেঁটেছি রাজপথে কতদিন অভুক্ত প্রায়!
একদিন চলবেই আমার সময় ঘড়ি একদম নিশ্চিত  হায়!
ফর্মের দুশো টাকা মেটাই যে কষ্টে জমিয়ে রাতের খাবার!
রাতের তমশা যতই বাড়ুক জানি, উঠবে সূর্য আবার।
তেইশটা জায়গা রিটেন ক্লিয়ার, ভেবেছি চাকরি পাকা!
ইন্টারভিউয়ে তারা চাইল পঁচিশ লাখ,আমার হাতে একুশ টাকা।


তবু না হাল ছেড়ে ধর্মঘটে নামি ছিনিয়ে নিতে অধিকার!
জলকামান আর লাঠিচার্জ নেমে আসে এক্সট্রা রাজার হুঙ্কার।
সাতমাসের শিশু নেমেছে রাজপথে দেখি তাকে কে তুলে দেয়
রাজা তো আসে যায় আসল ক্ষমতা তো মানুষ আর মানুষের হাতেই।
তবুও দিন শেষে মানুষের চোখ বাঁধা, বিবেক মানেই এক ধোকা।
ইন্টারভিউয়ে তারা চাইল পঁচিশ লাখ,আমার হাতে একুশ টাকা।