রাজা আনিয়া এক পাখি কহিলেন,প্রজা
পাখিটা কি বলিতেছে বুঝিয়া কন,
বলো শিগ্গির, আছে উপহার উপযুক্ত
আছে রাজ সম্মান,উপঢৌকন।

বিন্দু ধর্মবাদী কহিলেন, না করি বিলম্ব,
গাহিতেছে পক্ষীরাজ আপনার জয়গান।
অপূর্ব সে কথাজাল, কি করি বুঝাইবো
মোর রাজা ভগবান মহীয়ান,ঈশ্বর সমীপান।


সালাম ধর্মবাদী না করিয়া দেরি,কহিলেন"
বলিতেছে ,সুখে নেই বিলকুল,নেই নিরাপত্তা
চারিদিকে অন্যায়, অবিচার অবিরাম,
হয়ে নিরুপায় ,তাই মানিতেছি অগত্যা।


রাজনীতিক উদারবাদী কহিলেন ভাবি,
সালাম ঠিকি বলে,দেশ গেছে রসাতলে,
আরো বলে,অন্ধে ছেয়েছে এ দেশটা,
থাকলে সুযোগ যেতাম চাঁদের দেশেতে চলে।


একটা কোলের ছেলে দাঁড়ালো টলমলে
পাখিটা মরিয়া গেছে সবাই কি অন্ধ,
মরা পাখি বেঁচে গেলো, কত কিছু বলে দিল,
মরে গেছে মানবতা,হয়ে গেছে গন্ধ।।


তারপর বাকিজন,ভাবনার বিসর্জন,
যাইলো যে যার,নিজ ধর্মের দিকে
এইভাবেই গল্পের হয়ে গেল শেষ।
ধর্ষণ লেখা হলো বিজয় তিলকে।।