এই জন্মে হোক না হোক সখী তুমি কথা রেখো
পরের জন্মে প্রণয়ের আগে এই নামতেই ডেকো।।


ওই আকাশের শত তারা ,তার ভিরেতেই আছি
পরের জন্মে মিলন হবে সেই আশাতেই বাঁচি।
চিতার আগুন জ্বলছে নিভছে কত প্রেমিকের শবে
তুমি আমায় কথা দাও প্রিয়ে আবার দেখা হবে।
এই জন্মে দিলাম ইতি প্রিয় তুমি সুখে থেকো,
পরের জন্মে প্রণয়ের আগে এই নামতেই ডেকো।।


আকাশ হতেই দেখবো তোমায় স্বপ্ন জড়িয়ে চোখে
ভালোবাসার আগুন জ্বলুক সব প্রেমিকের বুকে
পরের জন্মে বসন্ত আসবে বকুল ফুলের ঘ্রানে
আবেগ হওয়ার লাগবে পরশ সরস চোখের কোনে
আমায় যদি পরে মনে তারার পানে হেঁকো,
পরের জন্মে প্রণয়ের আগে এই নামতেই ডেকো।।


দিন পেরিয়ে সন্ধ্যা নামবে এই পৃথিবীর প্রাণে,
তখন তোমার পড়বে মনে আমায় প্রতিক্ষণে।
সবুজ পথে তোমার যাওয়া ফেলবে পায়ের ছাপ
মেঘ কালো দুইআঁখি পটে ভাসবে অনুতাপ,
এই কটা দিন আমার বিনা স্মৃতি বুকেই রেখো
পরের জন্মে প্রণয়ের আগে এই নামতেই ডেকো।।


ঘোর কুয়াশায় ঢাকবে বাগান ঢাকবে ফুলের চারা
মন নদীতে বান আসবে ভাঙবে জলের ধারা,
জলের ধারায় ভাসবে স্মৃতি ভাসবে চোখের পাতা
চোখের জলে ভিজবে হৃদয় ভিজবে গানের খাতা,
জীবন খাতার প্রতি পাতায় আমার কথা লেখো
পরের জন্মে প্রণয়ের আগে এই নামতেই ডেকো।।


কৃষ্ণচূড়াই রং লাগবে রাধার অন্বেষণে
হন্যে হয়ে খুঁজবে রাধা মনের গহীন বনে,
মাঠে মাঠে ঘুরবে কানাই হইয়া রাধা হারা।
মেঠো মাটির গন্ধে শরীর হইবে মাতোয়ারা
সেদিন সারা শরীর জুড়ে আমার গন্ধ মেখো
পরের জন্মে প্রণয়ের আগে এই নামতেই ডেকো।।