ভালো লাগলে ভালোবাসো
আগলে রেখো বাহুর ভাঁজে,
কিন্তু..
এমন একটা ছেলে খোঁজো
যে ছেলেটা তোমায় বোঝে।।

যে ছেলেটা অন্যরকম
শুন্যতা তেও শহর রাঙে
যে ছেলেটা তোমার জন্য
এই পৃথিবীর নিয়ম ভাঙে।


যে ছেলেটার, ভালোবাসার
প্রকাশ শুধু চোখের কোনে
হয়তো একটু লাজুক শ্রেয়
আবেগ পোষে সঙ্গোপনে


যে ছেলেটা শহর জুড়ে
দুহাত দিয়ে সবুজ কুড়ায়
নরম ঠোঁটের আলতো ছোঁয়ায়
অনুভূতির ফানুস উড়ায়।


যে ছেলেটা হাসাতে জানে
রাখতে জানে মনের খবর
একলা রাতের জানলা হয়ে
যে ছেলেটা জাগে প্রহর।


যে ছেলেটা তোমায় নিয়ে
রঙ বেরঙের স্বপ্ন দেখে
স্মৃতি পোষে শিশুর মতন
চোখের কোনে শুইয়ে রেখে


যে ছেলেটা বদ মেজাজি
কিংবা শান্ত হলেও চলে,
শত ভুলের পরেও তোমায়
যে ছেলেটা আপন বলে,


যে ছেলেটা তোমার চোখে
চোখ রাখতে বিষম ডরায়
যে ছেলেটা দিনের শেষে
চুপিসারে পাশে দাঁড়ায়।।

যে ছেলেটার নরম কাঁধে
এলিয়ে মাথা শান্তি নামে
পিতৃত্বের পরশ জাগে
শক্ত দুটি হাতের খামে।।


যে ছেলেটা মনখারাপে
(তোমায়)জড়িয়ে ধরে কাঁদতে জানে,
যে ছেলেটা জীবন পথে
তোমার জন্য হার না মানে।


যে ছেলেটা তোমার স্পর্শে
পথের শত ক্লান্তি ভোলে
যে ছেলেটার স্বপ্ন আসে
এলিয়ে মাথা তোমার কোলে।


যে ছেলেটা তোমার তরে
টানতে পারে জীবন ইতি
যে ছেলেটা শিবের মত
আগলে রাখে আপন যতি


সেই ছেলেটা আর কিছু না
তোমার বুকে বাসা খোঁজে
পারলে তাকে জড়িয়ে ধরো
আগলে রেখো বাহুর ভাঁজে।।