কিসের এত ভেদাভেদ,আমি বলি শোন
          উঁচু নিচু বলে কিছু নেই
কেউ যায় সরাসরি কবরে ,আর কেউ
       ছাই হয়ে মেসে এই মাটিতেই।


আসবার সময় থাকে নাতো জাত ধর্ম পরিচয়
দুদিনের পৃথিবীতে কি তরে এ অভিনয়
ডাক আসিলেই যাইতে হবে শেষ হবি এক নিমেষেই


মুসলমান বা হিন্দু হোক, হোক বৌদ্ধ কি ঈসাই
জেরুজালেম বা কেদারনাথ হোক কি ফারাক বা মদিনায়,
মন্দির আর মসজিদ বল সবই মেসে তোমাতেই।


আজ যারে সাকার বলিস কাল তো সে নিরাকার
আকারে কিবা যায় এই প্রিয় দুনিয়ার।
যে জন জানে তোমার স্বরূপ সেই পাই তোমাকেই।